শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৩ নভেম্বর ২০২৪ ২০ : ১২Debosmita Mondal
মিল্টন সেন, হুগলি: মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পাইকারি বাজারে আলুর দাম কমালেন ব্যবসায়ীরা। শনিবার বিকেলে হরিপাল পঞ্চায়েত সমিতির মিটিং হলে আলুর বাজারদর নিয়ন্ত্রণে এক উচ্চপর্যায় বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, সুফল বাংলার প্রজেক্ট ডিরেক্টর গৌতম মুখার্জী, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জী ও রাজ্য হিমঘর অ্যাসোসিয়েশনের সভাপতি পতিতপাবন দে সহ আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকরা।
বৈঠক শেষে রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, কলকাতার বাজারে ৩০ টাকার মধ্যে থাকবে আলু। কলকাতার বাজারে আলুর দামে রাশ টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী। শুক্রবার নবান্নে আলুর দাম নিয়ন্ত্রনে টাস্কফোর্সের বৈঠক হয়েছে। গত বৃহস্পতিবার ভিন রাজ্যে আলু রপ্তানি এবং আলুর দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরই বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে আনতে বৈঠক ডাকা হয়। হুগলি জেলায় উৎপাদিত আলু যায় কলকাতার বাজারে। ক্রমাগত সেই আলুর দাম চড়তে থাকায় তা কমাতে উদ্যোগী হয় রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী আলুর দাম নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে। ভিন রাজ্যে আলু যাওয়ার ক্ষেত্রে সরাসরি নিষেধাজ্ঞা জারি না করা হলেও, আলুর দাম কমাতে ব্যবসায়ীদের দু'দিন সময় দেওয়া হয়। হরিপালে সেই বিষয় নিয়েই হয় দীর্ঘ বৈঠক। প্রায় দেড়ঘন্টা বৈঠক শেষে ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখার্জি জানান, সাতাশ টাকা কেজিদরে বিক্রি হচ্ছিল জ্যোতি আলু। তাঁরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবার থেকে ছাব্বিশ টাকায় আলু দেওয়া হবে। সোমবার থেকে বাজারে ওই দামে আলু পৌঁছে যাবে। ভিন রাজ্যে আলু যেমন যাচ্ছে তেমনই যাবে। এখনও হিমঘরগুলোতে প্রায় দশ লক্ষ মেট্রিকটন আলু মজুত রাখা আছে। সরকারি তরফে চলতি নভেম্বর মাসের ত্রিশ তারিখ পর্যন্ত হিমঘর খোলা রাখার কথা। সেই সময়সীমা বেড়ে হতে চলেছে ৩১ ডিসেম্বর।
বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেছেন, আলুর দাম কমাতে শুক্রবার নবান্নে টাস্কফোর্সের মিটিং হয়েছে। সেখানে মুখ্য সচিব মনোজ পন্থ বলেছিলেন আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করতে। সেই অনুযায়ী এদিন মিটিং হয়েছে। সুফল বাংলায় কলকাতায় ২৮ টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে। আগামী সোম-মঙ্গলবার থেকে বাজারে দাম কমার প্রভাব নজরে পড়বে। বৈঠকের পর ব্যবসায়ীরা এমনটা জানালেও খুচরো বাজারে দাম কী থাকছে সেটাই এখন দেখার।
নানান খবর

নানান খবর

পালাতে গিয়েও হল না শেষরক্ষা, ভারত-পাক উত্তেজনার আবহে নদীয়ায় বড় সাফল্য পুলিশের

অডিও রেকর্ডারই আশার আলো, মাধ্যমিকে ৫০০ পার করল দুই দৃষ্টিহীন ছাত্র

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় সাফল্য, জাফরাবাদ জোড়া খুনে ফের পুলিশের জালে ১ অভিযুক্ত

একটু পরেই সাত জেলায় কালবৈশাখী, ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে বৃষ্টির তাণ্ডব

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা